
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ অস্কার পেয়েছে ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান চলছে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা। এতে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।
তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরেছেন।
অস্কার ‘নো আদার ল্যান্ড’র জন্য সর্বশেষ হাই-প্রোফাইল সম্মান। তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।
পুরষ্কার গ্রহণ করে আদ্রা বলেন, তথ্যচিত্রটি ‘কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবতা সহ্য করে আসছি তা প্রতিফলিত করে। ’
তিনি আরও বলেন, ‘প্রায় দুই মাস আগে, আমি বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না — বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে, যা আমার সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরাইলি দখলদারিত্বেরঅধীনে যা প্রতিদিন ভোগ করছে। ’
ইসরাইলি সাংবাদিক আব্রাহাম গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি সকল জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলি সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের সমালোচনা করেছেন।
আব্রাহাম বলেন, ‘আমরা এই তথ্যচিত্রটি তৈরি করেছি- ফিলিস্তিনি এবং ইসরাইলি। কারণ একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই: গাজা এবং এর জনগণের নৃশংস ধ্বংস অবশ্যই শেষ হতে হবে। গত ৭ অক্টোবর জিম্মি করা ইসরাইলিদের মুক্তি দিতে হবে। ’
বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ...
বিনোদন ডেস্কঃ সম্প্রতি বিশেষ কিছু আন্তর্জাতিক কাজে মালয়েশিয়াতে অবস্থান ক...
বিনোদন ডেস্কঃ কিয়ারা আদবাণী বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন।...
বিনোদন ডেস্কঃ বিনোদন মুলক সঙ্গীতানুষ্ঠান গীতি আলাপন প্রচারিত হবে বাংলাদেশ টেল...
বিনোদন ডেস্কঃ গেলো মাসে ভালোবাসা দিবসে জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না&rsq...
মন্তব্য (০)