• বিশেষ প্রতিবেদন

দিনাজপুরের স্বপ্নপুরী থেকে উদ্ধার করা ৫ ভাল্লুক এলো গাজীপুর সাফারি পার্কে

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা ৫টি এশিয়ান ব্লাক বিয়ার ভাল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। 

বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভাল্লুক গুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।

তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অভিযানে ওই পার্ক থেকে ভাল্লুক ছাড়াও আরো ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিন,  ৫টি রাজধনেশ, ২টি সজারু ও  ১টি ভোদর । এগুলোর মধ্যে শুধুমাত্র ৫টি ভাল্লুক সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা। 

অসীম কুমার মল্লিক আরো জানান, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপের অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলোকে নিয়ে আসা হয়।

বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

মন্তব্য (০)





image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

image

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০ একর জমির ধান নষ্ট, কৃষক চরম ক্...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে কৃষি ...

image

বিরামপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুম...

image

বাঁধের ভেতর বাঁধ নিমার্ণে অস্তিত্ব সংকটে সোনাভরি নদী, বিপ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে বাঁধ নির্মাণের অ...

image

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্ম...

  • company_logo