
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা ৫টি এশিয়ান ব্লাক বিয়ার ভাল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভাল্লুক গুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।
তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অভিযানে ওই পার্ক থেকে ভাল্লুক ছাড়াও আরো ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিন, ৫টি রাজধনেশ, ২টি সজারু ও ১টি ভোদর । এগুলোর মধ্যে শুধুমাত্র ৫টি ভাল্লুক সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।
অসীম কুমার মল্লিক আরো জানান, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপের অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলোকে নিয়ে আসা হয়।
বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।
পাবনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। জমজমাট হয়ে উ...
নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের প্রত্যন্ত গ্রা...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপ&zwn...
নওগাঁ প্রতিনিধি : জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁয় এক স্কুল শিক্ষার্থী...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস। শহরের যানজট...
মন্তব্য (০)