
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: চার দফা দাবিতে ঢাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জামালপুরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় জামালপুরে অধ্যায়নরত ম্যাটস শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও তাঁদের দাবি পূরণের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তাঁরা সড়কে নেমে চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, ‘‘আমরা সঠিক দাবি নিয়ে আন্দোলন করলেও পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মুখে পড়েছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নিপীড়ন করা হয়েছে।আমাদের চারটি দাবির মধ্যে প্রধানত একাডেমিক কার্যক্রম চালু করা, প্রশাসনিক সমস্যাগুলি সমাধান করা, ও নির্দিষ্ট মেয়াদে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা প্রদান করা।"
শিক্ষার্থীরা আরো জানান,ঢাকায় পুলিশের আক্রমণ ও শিক্ষার্থীদের উপর চলমান অমানবিক আচরণ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঠা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংব...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব...
মন্তব্য (০)