ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকের রাতে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল।
শেষ পাঁচ ম্যাচে এমবাপ্পে করেছেন ৮ গোল। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে জোড়া গোলের পর চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষেও পেয়েছিলেন গোলের দেখা।
দুর্দান্ত জয়ে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। দুই থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিলটপাররা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের। টেবিলের তলানিতে থাকা ভায়োদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫। ভায়োদোলিদের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে শনিবার রাতে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে বল আদান-প্রদান করতে করতে ডি-বক্সের ভেতর প্রবেশ করেন তিনি। এরপর ডান পায়ের দুরন্ত গতির শটে ভায়োদোলিদের জাল কাঁপান এমবাপে।
এমবাপে দ্বিতীয় গোল করেন ৫৭ মিনিটে। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গেলে এক পর্যায়ে বল পান রদ্রিগো। ডি-বক্সের কাছাকাছি গিয়ে এমবাপেকে পাস দেন তিনি। বল পায়ে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে শট নেন এমবাপে। তাতেই পুরোপুরি পরাস্ত হন ভায়োদোলিদের গোলরক্ষক।
শেষ গোলটি হয় পেনাল্টিতে, ৯০ মিনিটে। ডি-বক্সের ভেতর রিয়ালের জুড বেলিংহ্যামকে ট্যাকল দেন ভায়োদোলিদের ফুটবলার মারিও মার্টিন। পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে ভিএআরের সহায়তা নেন রেফারি। পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের পর ফাউলের সঙ্গে মার্টিনকে লাল কার্ডও দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক ভায়োদোলিদ।
নিজের হ্যাটট্রিক নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি হ্যাটট্রিক নিয়ে খুশি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিন পয়েন্ট। আজকের জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অ্যাটলেটিকোর ফলাফল আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল। আমরা ভাল শুরু করেছি, বিপক্ষের অর্ধে প্রেসিং করেছিলাম এবং প্রথম গোলটি পেয়ে গেলাম। বিরতির পর আমরা দ্বিতীয় গোলটি করি আর শেষ সময়ে হ্যাটট্রিক। অবশেষে আমরা জয় নিয়ে মাদ্রিদ ফিরে যাচ্ছি। ’
স্পোর্টস ডেস্কঃ এলিমিনেটরের জন্য গতকাল রাতেই উড়িয়ে আনা হয়েছে জেমস ভিন্স,...
স্পোর্টস ডেস্কঃ বিপিএলের শুরু থেকেই গুঞ্জন চলছিল ফিক্সিং নিয়ে। এবার সেই ...
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় ধরে গুঞ্জন চলছে নেইমারকে ছাড়তে যাচ্ছে সৌদি প্র...
স্পোর্টস ডেস্কঃ চোট নিয়েই তিনি খেলছিলেন। কোয়ার্টার ফাইনালে মাঠেই মেডিক্য...
স্পোর্টস ডেস্কঃ সৌদি ক্লাব আল-হিলাল ছাড়ার জন্য ক্লাবটির সঙ্গে আলোচনা করছেন ব্...
মন্তব্য (০)