• খেলাধুলা

এবার ২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্বে ট্রাম্প

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সহ আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমিদের মনে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমর্থকদের মনে দুশ্চিন্তার জায়গাও কম নয়। সেই তাকেই এবার দেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব।

সম্প্রতি দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর শুল্কারোপ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দাবি করেছেন ট্রাম্প। যা নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে সন্দিহান অনেকেই।

অবশ্য তাদের কিছুটা অবাকই এবার করেছেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন  ট্রাম্প।

সম্প্রতি শুল্কারোপ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লেও সেটাকে ভালোভাবেই নিচ্ছেন ট্রাম্প। তার মতে, এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’ এদিকে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারাকে ‘দেশের জন্য দারুণ সম্মানের বিষয়’ বলেই মনে করেন ট্রাম্প।

টাস্কফোর্স নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই বলেও জানিয়েছেন ইনফান্তিনো।

মন্তব্য (০)





image

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিততে পা...

image

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্কঃ দল ঘোষণার পাঠ আগেই সেরেছে বিসিবি। বাকি ছিল অধিনায়ক নির্ব...

image

যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে বিসিবির নেতৃত্বে আসুক: তাম...

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে র...

image

পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চয়তায় এশিয়া কাপ

স্পোর্টস ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার...

image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

  • company_logo