
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে।
এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন।
ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ’
১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।
স্পোর্টস ডেস্কঃ লস এঞ্জেলসকে বলা হয় তারকাদের শহর। বিএমও স্টেডিয়ামে আজ যে...
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও শোচনীয় পরাজয় বরণ ক...
স্পোর্টস ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ)...
স্পোর্টস ডেস্কঃ দিন দশেক আগে থেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তবে এখনও চ...
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ফুটবলাঙ্গনে আজ অন্যতম একটি দিন। লাল-সবুজের জা...
মন্তব্য (০)