• সমগ্র বাংলা

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ৩/৪ জনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আহত অবস্থায় ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন তাঁর ফেসবুক আইডিতে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে বলেন, পৌরসভার ৬ নং ওযার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল হোসেনসহ আরো কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এ ঘটনায় এখনও (শুক্রবার সকাল ১১টা) পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য (০)





image

খালেদা জিয়া ছিলেন শুধু বিএনপির নন, তিনি ছিলেন জাতির অভিভাবক

গাজীপুর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর যখন অনেকেই ...

image

কিশোরগঞ্জে ৩টি আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে প্রথম দিন ...

image

বন্ধুত্বের ঠিকানায় একদিন: ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার মিল...

গাজীপুর প্রতিনিধি : ব্যস্ত জীবনের ক্লান্তি ছাপিয়ে বন্ধুত্বের টানে একত্রি...

image

পাবনা-৩ আসনের এমপি প্রার্থী রাজা'র মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা...

image

মনোনয়ন যাচাইয়ে গাজীপুরে কঠোরতা, পাঁচ আসনে বাতিল ১৯ প্রার্...

গাজীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যা...

  • company_logo