• খেলাধুলা

সৌদি ছাড়তে চান নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সৌদি ক্লাব আল-হিলাল ছাড়ার জন্য ক্লাবটির সঙ্গে আলোচনা করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তার সৌদি আরব ছাড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিশাল আর্থিক চাহিদা। আল হিলালের এক সূত্র এএফপিকে বুধবার এ তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার অতীতে বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেইঁতে দারুণ কিছু সময় কাটিয়েছেন। এরপর তিনি ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে খেলতে গিয়ে বারবার চোটে পড়েছেন। আল-হিলালের হয়ে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। তবে এরপরও নেইমার বছরে প্রায় ১০৪ মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব সূত্র এএফপিকে বলেছেন, ‘নেইমার আল-হিলাল ছাড়ার বিষয়ে আলোচনা করছেন, তবে তার বিশাল আর্থিক চাহিদা এখনো প্রধান সমস্যা হয়ে আছে।’

নেইমারের সঙ্গে সৌদি প্রো লিগ ক্লাবের চুক্তি চলমান রয়েছে আগামী জুন পর্যন্ত। তবে ব্রাজিল সংবাদ মাধ্যমের খবর, নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে দেশে ফেরানোর জন্য আলোচনা করছে। এদিকে আল-হিলালও চায় তাকে দল থেকে বের করতে চায়, তবে নেইমার নিজে ধারে খেলতে চান অন্য কোথাও।

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২০ মিলিয়ন ইউরো (২৩০ মিলিয়ন ডলার) দলবদলের অর্থের বিনিময়ে পিএসজিতে যোগ দেন। এটি ইউরোপীয় ফুটবলের ইতিহাসে দলবদলের রেকর্ড। এই রেকর্ড এখনও ভাঙেনি। 

নেইমার ২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দেন। তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমার মতো তারকাদের পথ ধরে সৌদি লিগে আসেন।

কিন্তু রিয়াদে যোগ দেওয়ার দুই মাসের মধ্যেই ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের হয়ে খেলার সময় তার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এতে তিনি এক বছরের জন্য মাঠের বাইরে চলে যান। এরপর আল-হিলালের হয়ে খেলতে ফিরতে গিয়ে একের পর এক হ্যামস্ট্রিং ও হাঁটুর চোটে পড়েন।

আল-হিলালের কোচ জর্জ জেসুস সম্প্রতি বলেছেন, ‘সে আর সেই মানের খেলোয়াড় নেই, যেটা আমরা তার কাছ থেকে আশা করতাম। তার জন্য বিষয়টি দুঃখজনকভাবে কঠিন হয়ে উঠেছে।’

ব্রাজিলে ফিরে যাওয়া সম্ভবত নেইমারের জন্য তার ক্যারিয়ারের শেষ সুযোগ। তিনি তার দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার ঝুলিতে ১২৭ ম্যাচে ৭৯ গোল রয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাইকেলিং প্রতিযোগিতা অ...

নড়াইল প্রতিনিধঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সা...

image

ছেলেদের আসর শেষেই হবে মেয়েদের বিপিএল

স্পোর্টস ডেস্কঃ মেয়েদের বিপিএল দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটে বেশ আলোচিত ব...

image

সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও সাঁতার ...

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ "এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়"...

image

ওয়াসিম আকরামকে ফলো করে সাফল্য পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম ...

image

অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষিত হলো। ...

  • company_logo