ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে দেশীয় সংস্কৃতির উজ্জ্বীবন ও প্রসারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অন্যতম কর্মযজ্ঞ মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে ময়ূরপঙ্খি মঞ্চে লোকজ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফাউন্ডেশনের পরিচালক মাহাবুবুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা,জেলা পুলিশ সুপার প্রত্যুস কুমার মজুমদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান,উপপরিচালক এএকেএম আজাদ সরকার,উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য ড.ইকবাল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন"দেশীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ঐতিহ্যের সেতু বন্ধন তৈরী করতে এমন আয়োজন খুব ভালো ভূমিকা পালন করে।বর্তমান সরকারের নির্দেশনায় সংস্কৃতি টিকিয়ে রাখতে আমাদের মন্ত্রণালয় কাজ করছে।অতীত
এ দেশে ফ্যাশিস্ট আওয়ামীলীগ সরকার যে জুলুম অত্যাচার করেছে তাদের হটিয়ে ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি,সেই স্বাধীনতার ফল সর্ব মহলে পৌঁছে দিতে হবে।
ঐতিহাসিক সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে আয়োজিত মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা কারুশিল্পীগণ জীবন-জীবিকার প্রয়োজনে তাঁদের নিজ নিজ পেশার সম্ভারে পসরা সাজান। কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন,
ঐতিহ্যবাহী বাউল ও লোকসংগীত, লুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার প্রচার প্রসারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি লালন ও দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এই মেলার আয়োজন।
মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট স্টলের সংখ্যা ১০০টি, এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
সোনারগাঁওয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুকশিল্প, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, কুমিল্লার খাদিশিল্প, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পীগণ মেলায় অংশ নিয়েছেন।মেলা চলবে আগামী ১৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত।
গাজীপুর প্রতিনিধিঃ ইটের তৈরি ভাঙা দেয়াল টপকে পালিয়ে গেছে গাজীপুর সাফারি পার্ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে মাঘ ম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তঞ্চলের উন্নয়ন ও মানুষের সুবিধার পাশাপাশি ব্যবসা...
পাবনা প্রতিনিধিঃ মাঝারী আকৃতির একটা চুম্বকের সাথে রশি বাঁধা। চুম্বকটি পথে ফেলে রশির অপর প্রান্...
নওগাঁ প্রতিনিধি: “খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি” এই প্রতিপা...
মন্তব্য (০)