
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ মেয়েদের বিপিএল দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেটে বেশ আলোচিত বিষয়। এতদিন সেটি নিয়ে খুব বেশি অগ্রসর না হলেও, এবার সেটার চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছেলেদের আসর শেষেই হবে মেয়েদের বিপিএল।
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম প্রথমবারের মতো মেয়েদের বিপিএল আয়োজনের ব্যাপারটি নিশ্চিত করেছেন। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসে ফাহিম বলেছেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিলো নারীদের ক্রিকেটকে আর কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই বিষয়টা মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কিনা সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিলো এবং আজ সিদ্ধান্ত হয়েছে যে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করবো। ’
ফাহিম জানিয়েছেন, মেয়েদের বিপিএলের প্রথম আসর হবে তিন দলের। তিনি বলেন, ‘তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। আর সেটা এই বিপিএল শেষ হবার পরপরই আয়োজন করা হবে। আট থেকে নয়দিনের মধ্যে এই টুর্নামেন্ট শেষ করা হবে। ’
‘ইতিমধ্যে আমরা বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এটা আমরা শুরু করতে চাই। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট কতটুকু ইফেক্ট ফেলবে। আমরা আশা করছি নারী ক্রিকেটকে এই টুর্নামেন্ট আরেক লেভেল উন্নত করবে। ’
শুরুতে চার দল নিয়ে মেয়েদের বিপিএল শুরুর চিন্তা করলেও পরে তা থেকে পিছিয়ে আসে বিসিবি। এর কারণ ব্যাখ্যায় ফাহিম বলেন, ‘একটা মান সম্মত টুর্নামেন্ট করার জন্য যেই মানের খেলোয়াড় প্রয়োজন সেটা বেশি দল হলে হয়তো পাওয়া সম্ভব হবে না। আমরা প্রথমে চিন্তা করেছিলাম চারটা দল নিয়ে করা যায় কিনা। সেক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে। আমরা মনে করেছি তিনটা দল নিয়ে আয়োজন করলে খুব প্রতিযোগিতাপূর্ণ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে খুব ভালো ফলাফল আসবে। ’
স্পোর্টস ডেস্কঃ কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শ...
স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষ...
স্পোর্টস ডেস্কঃ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের...
স্পোর্টস ডেস্কঃ লস এঞ্জেলসকে বলা হয় তারকাদের শহর। বিএমও স্টেডিয়ামে আজ যে...
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও শোচনীয় পরাজয় বরণ ক...
মন্তব্য (০)