• সমগ্র বাংলা

শ্রীপুরে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিককে খুনের ঘটন ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি)দিবাগত রাত ১০ টার দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে ঘটনাটি ঘটে।

নিহত মো: সৈকত (১৯) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএইচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকুরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুরের (২০) সাথে মোছা. রোজিনা বেগম ৬ মাস পূর্বে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মেসেঞ্জারে তাদের কথা-বার্তা  হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় প্রেমিকা তার প্রেমিক আপেল মাহমুদ আমিনুর কে গাজীপুর আসার জন্য বললে গত ২৫ ডিসেম্বর সে শ্রীপুর এসে মোছা. রোজিনার সাথে পাশাপাশি বাসা ভাড়া নেয় এবং গার্মেন্টসের কাজ সন্ধান করতে থাকে। সাবেক প্রেমিক  শ্রীপুর আসার ৮ থেকে ৯ দিন তাদের ভালই কাটছিল। গত এক সপ্তাহ যাবৎ প্রেমিকা মোছাঃ রোজিনা আপেল মাহমুদ আমিনুরের সাথে সম্পর্ক না রাখার কথা বললে আপেল মাহমুদের সন্দেহ হয় । অল্প কিছু দিন পর আপেল মাহমুদ জানতে পারে  তার প্রেমিকার সাথে  এমএচইসি গার্মেন্টসে তার আরেক সহকর্মী শ সৈকত (১৯) এর সাথে প্রেমের সম্পর্কের কথা।

এসময় আপেল মাহমুদ বিভিন্নভাবে তার প্রেমিকাকে বুঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে রাগে ক্ষোভে গত (১৪ জানুয়ারি) সকাল বেলায় আপেল মাহমুদ রোজিনার বতর্মান প্রেমিক সৈকতকে হত্যার পরিকল্পনা করে মাওনা চৌরাস্তা থেকে তিনশ  টাকা দিয়ে একটি নতুন ছোরা বানিয়ে নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী পৌরসভার সিআরসি মোড় হতে মোল্লাবাড়ি আঞ্চলিক রাস্তায় মির্জা আলী জামে মসজিদের সামনে এমএইচইসি গার্মেন্টস কর্মী বতর্মান প্রেমিক সৈকত (১৯) ডিউটি শেষে বাসায় ফেরার পথে বর্তমান প্রেমিক সৈকত কে সাবেক প্রেমিক আপেল মাহমুদ ঘাড়ের পেছনে ১টি এবং পেটের মধ্যে ২টি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাঈয়িদা ইমরোজ ইমা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিক বতর্মান প্রেমিক সৈকতকে খুন করেছে। রাতে সাবেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুর (২০)কে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস

নওগাঁ প্রতিনিধি: দেশে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচি...

image

সকল মতভেদ ভুলে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন ...

পাবনা প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা...

image

১৭ বছর পর রংপুরে জামায়াতের জনসভা

রংপুর ব্যুরো: রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইস...

image

পাবনায় শিক্ষকের আঘাতে রক্তাক্ত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

পাবনা প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনায় সোয়াদ হোসেন নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার...

image

পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্...

  • company_logo