ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় করা মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (৮জানুয়ারি)দুপৃরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবিএম জাহিদুল ইসলাম বলেন, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়ার সবজি ব্যবসায়ী শাহ আলম।তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি শিক্ষক বিমল কুমার রায়। তিনি আরও বলেন, গত বছরের ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে তিনি গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন এমন দাবি করেন।
এ সময় সবজি বিক্রেতা শাহ্ আলম গুলিবিদ্ধ হয়ে আহত হন।পরে গত ২৪ অক্টোবর মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলার এজাহারে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আল...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত ...
মন্তব্য (০)