ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: আবিদা সুলতানার (১৮)(ছদ্মনাম) সাথে মুক্তাগাছা উপজেলার মোঃ আলামিন(২০), ১ বছরের প্রেমের সম্পর্কের সুযোগে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলে। সে ভিকটিমের অজ্ঞাতসারে ভিডিও কলের কথোপকথোন গোপনে রেকর্ড করে রাখে।
আবিদা সুলতানার (১৮)(ছদ্মনাম)
গত ১১/১২/২০২৪খ্রিঃ তারিখ জনৈক আবুল কালাম (ছদ্মনাম)’র সাথে পারিবারিক ভাবে বিবাহ দেয়। ভিকটিমের বিয়ের কথা জানতে পেরে উক্ত বিয়ের পর হতে ভিকটিমকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় এতে রাজি না হওয়ায়, ভিডিও কলে কথোপকথোনের আপত্তিকর ও অশ্লীল ভিডিও ভাইরাল করেদেয়।
সে নিরুপায় হয়ে জাতীয় জরুরী সেবা "৯৯৯" এ কল দিলে "৯৯৯" ভিকটিমকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করতে বলে। ভিকটিম ইং ২৭/১২/২০২৪ তারিখ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে হাজির হয়ে অভিযোগ দায়ের করে। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর নির্দেশে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত বিবাদীর বর্তমান অবস্থান সনাক্ত করে। সাইবার ক্রাইম সেলের নারী সদস্যগন হানি ট্রাপের কৌশল ব্যবহার করে এবং পরবর্তীতে অপারেশন শাখার এসআই(নিঃ)/মোঃ আমির খসরু এর নেতৃত্বে একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ০৭ নং ঘোগা ইউনিয়নের কালিবাড়ী বাসস্ট্যান্ডের জাকের রেষ্টুরেন্টের ভেতর থেকে আটক করে। বিবাদীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। আসামী মোঃ আলামিন(২০)‘কে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।
পরবর্তীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে উন্নতি পাঠক নামের এক কিশোরীকে হত্যা মামলায় বাবুল বাল...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্বপ্না রাণ...
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে অটোরিক্সা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্য...
মন্তব্য (০)