ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে পঞ্চগড়ে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেস্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আর্ন এন্ড লিভ'র পরিচালক লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক তত্বাবধানে জেলার ২০টি গ্রাম থেকে ১০০ দুস্থ প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধি জিল্লুর হোসেন বলেন, আমরা যারা প্রতিবন্ধি, তাদের খুবই কষ্টের জীবন। আর্ন এন্ড লিভ যে এই তীব্র শীতে আমাদের কষ্টের কথা ভেবে যে কম্বল দিয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি। শারিরিক প্রতিবন্ধী রাজু হোসেন বলেন, শীতে একটি কম্বল যেন এক টুকুরো সোনা। শীতের রাতে গরমের জন্য আর কিছু হয় না। আমরা জানি শীতের কি কষ্ট, তাই একটি কম্বল আমাদের মতো গরীব মানুষের কাছে সোনার চেয়ে দামী। ২০১৫ থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে আর্ন এন্ড লিভ সেবা দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে এর আগেও আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিমের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সেবা দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবাহ, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসরাফুল ইসলাম, আর্ন এন্ড লিভ এর টিম লিডার ডিজার হোসেন বাদশা, আল আমিন সুয়েল সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শতাধ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার হতদরিদ্র প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের ...
মাদারীপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন ...
নওগাঁ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় চলতি বছরও নওগাঁয় অসহায় শীতার্তদের মাঝে শীতব...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যা...
মন্তব্য (০)