স্পোর্টস ডেস্কঃ বুকভরা আশা নিয়ে পর্তুগাল থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন রুবেন অ্যামোরিম। ২ হাজার ৪০০ কিলোমিটার দূরে ম্যানচেস্টার শহরে এসে একেবারেই হতাশ এই কোচ। শহরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো চমক তো দেখাতে পারলেনই না। উল্টো একের পর এক হার হজম করে চাকরি বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি।
সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১০ ম্যাচের ৫টিতেই হেরেছে ম্যানইউ। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই হার।
কেন হারের বৃত্ত ভেঙে বের হতে পারছে না ইউনাইটেড, তা মনে হয় কারোর জানা নেই। থাকলে নিশ্চয়ই এমন পরিস্থিতি তৈরি হতো না। তবে খুব সাধারণ চর্চায় অনেকে ঘুরে-ফিরে আড় চোখে তাকাচ্ছেন শুধু কোচ অ্যামোরিমের দিকে। ক্লাবের ভক্ত-সমর্থকের মতো কর্তৃপক্ষের ভেতরেও সাধারণ এই উদ্দীপনা কাজ করতে পারে মনে করে অ্যামোরিম নিজে বলেই দিয়েছেন যে, তিনি ইউনাইটেডে কখনোই নিরাপদ নন। অর্থাৎ যেকোনো চাকরি হারাতে পারেন।
কিন্তু ক্লাবের এমন নাজুক অবস্থার জন্য অ্যামোরিমকে মোটেই দোষারোপ করতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি মনে করেন, সমস্যা অন্য জায়গায়। পর্তুগিজ তারকা যে ইঙ্গিত দিলেন, তাতে মনে হলো প্যাঁচগোছ বোর্ড কর্মকর্তা ও ম্যানেজমেন্টের ভেতর।
এমনকি ক্লাবটির মালিক হলে সমস্যাটি খুঁজে বের করতে পারবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন রোনালদো। অর্থাৎ থলের বিড়াল বের করতে মালিকানা দরকার বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলা এই ফরোয়ার্ডের।
গতকাল শুক্রবার দুবাইয়ে ‘গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে রোনালদো বলেন, ‘প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। সব দলই ভালো। সব দলই লড়াই করে, সব দল দুরন্ত গতিতে ছোটে, সব খেলোয়াড়ই শক্তিশালী। ফুটবল এখন আলাদা। এখন আর সহজ খেলা নেই।’
নিজের পুরোনো মতবাদকে স্মরণ করিয়ে রোনালদো বলেন, ‘আমি এটা দেড় বছর আগে বলেছিলাম এবং আমি এটা বলতেই থাকবো; সমস্যাটা কোচের নয়।’
সমস্যাটা কী ধরনের তা ব্যাখ্যা করতে গিয়ে রোনালদো বলেন, ‘এটি একটি অ্যাকোয়ারিয়ামের মতো। যদি এর ভেতরে মাছ থাকে ও সেটি যদি অসুস্থ হয় এবং আপনি তাকে বাইরে নিয়ে যান ও সমস্যা চিহ্নিত করেন এবং পুনরায় আপনি তাকে আবার অ্যাকোয়ারিয়ামে রাখেন তাহলে সেগুলো আবার অসুস্থ হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা একই। সমস্যাটা সবসময় কোচের হয় না।’
শর্তসাপেক্ষে নিজেকে সমস্যার সমাধাকারী উল্লেখ করে রোনালদো বলেন, ‘যদি আমি ক্লাবের মালিক হতাম, আমি জিনিসগুলো পরিষ্কার করতাম এবং সেখানে যা খারাপ মনে করতাম, সেগুলো সংস্কার করে সামঞ্জস্য করতাম।’
ফুটবল ক্যারিয়ার শেষ করে ক্লাবের মালিক হওয়ার আগ্রহ রোনালদোর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কোচ নই। আমি কখনই কোচ হতে চাচ্ছি না, ক্লাবের সভাপতি? না। বরং ক্লাবের মালিক। এটা নির্ভর করবে সময় ও সঠিক সুযোগের ওপর।’
নিজ দেশের কোচ অ্যামোরিমকে অনুপ্রেরণা দিয়ে রোনালদো বলেন, ‘সে (অ্যামোরিম) ক্লাব স্পোর্টিংয়ের সাথে পর্তুগালে দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু প্রিমিয়ার লিগ একটি ভিন্ন প্রাণী। এটি একটি ভিন্ন লিগ, এটি বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ। আমি জানতাম এটা কঠিন হবে এবং অনেক ঝড় ঝঞ্ঝা আসবে। কিন্তু কালো মেঘ কেটে যাবে এবং সূর্য উঠবে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সেরা সময় আশা করি। কারণ এটি এমন একটি ক্লাব যা আমি এখনও পছন্দ করি।’
মন্তব্য (০)