ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ সারাদেশের মতো পাবনার চাটমোহরেও নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) উদযাপিত হয়েছে খ্রীষ্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিন পালনে বুধবার ভোরে উপজেলার সবচেয়ে বড় ধর্ম পল্লী মথুরাপুরে ছিল প্রার্থনা, বাইবেল পাঠসহ অন্যান্য ধর্মীয় আলোচনা। এদিন সকাল সাড়ে ১০ টায় মথুরাপুর গীর্জা পল্লী চত্বরে শুরু হয় বিভিন্ন গ্রাম থেকে আসা দলের কীর্তন প্রতিযোগীতা, আলোচনা, নৃত্য সঙ্গীত পরিবেশন।
এছাড়া উপজেলার ১৫টি খ্রিস্টান পল্লীতে শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসবকে ঘিরে চাটমোহর উপজেলার মথুরাপুর, মূলগ্রাম, হরিপুর ও ফৈলজানা ইউনিয়নের ১৫টি খ্রিস্টান পল্লী এখন উৎসবমুখর। চাটমোহরের ব্যাপিস্ট ও ক্যাথলিক চার্চগুলো নানাভাবে সজ্জিত করা হয়েছে। গির্জাসহ প্রতিটি বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে। যিশুর জন্মের ইতিহাস অনুসারে গো-শালা তৈরি করাসহ ক্রিসমাস ট্রি,রঙিন বল,জরি ও রং-বেরংয়ের লাইট দিয়ে সাজানো হয়েছে সবকিছু।
উপজেলার মথুরাপুর, উথুলী, নেংড়ী, ফৈলজানা ও কাতুলী গ্রামের গির্জাসহ উপজেলার ১২টি গির্জায় বড়দিন উদযাপনের বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, বড়দিনে বিশেষ প্রার্থনা ছাড়াও থাকবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাড়ীতে বাড়ীতে আয়োজন করা হয়েছিল নানা পদের খাবার। থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, বড় দিন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বড় দিন উপলক্ষে প্রতিটি গির্জায় সরকারিভাবে বরাদ্দ (টিআর) দেয়া হয়েছে। বড়দিন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা করে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বড়দিন উদযাপনে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে প্রস্তুত করা হয়েছিল র্যাব, সেনাবাহিনী।
ফরিদপুর প্রতিনিধিঃ পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে ...
চট্টগ্রাম প্রতিনিধি: কর্নফুলী নদীতে গোসল করতে নামা দুই বন্ধুর সন্ধ...
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধ...
মন্তব্য (০)