ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ ১৫বছর পর নওগাঁর রাণীনগরে দ্বি-বার্ষিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ শাখার অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোস্তফা ইবনে আব্বাস, ফেডারেশনের রাণীনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডা: আনজীর হোসেন প্রমুখ। সম্মেলনে উপজেলা ফেডারেশনের সকল সদস্য ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে বক্তারা শেখ হাসিনার ১৫বছরের জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন আগামীতে যে দলই সরকার গঠন করুন না কেন অবশ্যই ইসলামী বিধান মোতাবেক শ্রমিকদের মর্যাদা প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। শ্রমিকরা আর কখনোও কোন সরকারের তাবেদারী করবে না। আর এই জন্যই শ্রমিকদের সব সময় সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
ফরিদপুর প্রতিনিধিঃ পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে ...
চট্টগ্রাম প্রতিনিধি: কর্নফুলী নদীতে গোসল করতে নামা দুই বন্ধুর সন্ধ...
পাবনা প্রতিনিধিঃ সারাদেশের মতো পাবনার চাটমোহরেও নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার...
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক ...
মন্তব্য (০)