ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যােগ নিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন। এ জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করেছে দেশটি।
সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসাবে এসেছে।
এছাড়া সরকারী সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুরহাফ আবু কাসরাকে অন্তর্বর্তী সরকারে প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে। আবু কাসরা, বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) শীর্ষনেতা তিনি।
আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার, দামেস্ক থেকে রিপোর্ট করে বলেছেন, আবু কাসরা এবং আল-শিবানী এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি আহমেদ আল-শারার ঘনিষ্ট। বলা যায়, এইচটিএস তার নিজস্ব লোক দিয়ে সিরিয়ার সরকার গঠন করছে।
রেসুল সেরদার আরও জানিয়েছেন, সিরিয়ার অন্তর্বর্তী সরকারে নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই এইচটিএস নেতা জোলানির অনুগত। যিনি বর্তমানে আহমেদ আল-শারা নামে পরিচিত।
এদিকে প্রায় ১৩ বছর পর সিরিয়ায় আবার দূতাবাস কার্যক্রম চালু করেছে কাতার। এর আগে গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারাও দামেস্কে কূটনৈতিক মিশন আবার চালু করতে প্রস্তুত রয়েছে।
এরইমধ্যে এক সময়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর প্রধান নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছে উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল।
এইচটিএস একসময় সিরিয়ার আল-কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল। তবে এখন গোষ্ঠীটি বলছে, তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা।
এছাড়া ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছিল । বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ১১ বছরের মাথায় যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
কূটনৈতিক প্রতিবেদকঃ জাতীয় ঐক্য দিবস উদ্যাপনের অংশ হিস...
কূটনৈতিক প্রতিবেদকঃ ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়েছে &ld...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেই...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ওমান কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ...
মন্তব্য (০)