• বিশেষ প্রতিবেদন

দেখা নেই সূর্যের, বিপাকে নিম্ন আয়ের মানুষ 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কুয়াশায় চাঁদরে ঢাকা থাকায় বিপাকে পড়েছে বৃদ্ধ, শিশু, অসুস্থ ও নিম্ন আয়ের মানুষ। আঁধার কেটে বেলা বেড়েছে, ঘড়ির কাঁটা পৌঁছে রাত গেছে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। তবুও বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কিনা। সূর্যের দেখা নাই ঘন কুয়াশায়।

যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছেন। শীতের তীব্রতা যেন কুয়াশার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কুয়াশা ও শীতকে হার মানাতে বইছে উত্তরের হিমেল শীতল বাতাস। সব মিলিয়ে ঘন কুয়াশা তীব্র শীতের পাশাপাশি শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে উপজেলার মানুষজন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা ঘর থেকে। আর এই তীব্র শীতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন বিপাকে। শীতের মাঝেও শত কষ্টে কাটাতে হচ্ছে দিন। শীত নিবারণে সম্বল হিসেবে খড়-কাঠে আগুন জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করছেন তাঁরা।

গত সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) দু'দিন ধরে উলিপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা ও শীতল বাতাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। তীব্র শীতে উচ্চ ও মধ্যবিত্তদের তেমন অসুবিধা না হলেও বিপাকে পড়তে হয়েছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের। শীতের মধ্যে শত কষ্ট হলেও পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছেন কাজের সন্ধানে। এই তীব্র শীতে কষ্ট পেতে হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষদের।

উপজেলার ফাঁসিদাহ বাজারের দিনমুজুর আব্দুল হামিদ, মঞ্জু মিয়া, হাবলু চন্দ্র বলেন, দু'দিন থেকে প্রচন্ড শীত ঠান্ডায় ঘরের বাহিরে যেতে পারছিনা তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাকিব, আসাদুল, রিয়াজ, আলামিন ও আব্দুল্লাহ আল বশির বলেন, আমাদের সকালে প্রাইভেট পড়া ও কলেজ যাওয়ার জন্য বাই সাইকেলে করে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়। দু'দিন ধরে কুয়াশা ও ঠান্ডা পড়েছে বাই সাইকেলে করে যেতে অনেক কষ্ট হচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে হাত পা বরপের মত হয়ে গেছে। তার পড়েও যেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শীতের কারনে প্রায় প্রতিদিনই সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি রোগীর সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এছাড়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে অনেকেই।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা বেশি বিরাজ করছে। কিন্তু উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেঘ কেটে গেলে সূর্যের আলো দেখা যাবে। তবে ঠান্ডা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প বন্ধে যানবাহন চালকদের দুর্ভোগ

রংপুর ব্যুরোঃ  রংপুরসহ উত্তরাঞ্চলের সব&n...

image

নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার...

নড়াইল প্রতিনিধিঃ "কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়া...

image

নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার...

নড়াইল প্রতিনিধিঃ "কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়া...

image

শুধু কাগজ আর বাঁশ দিয়ে তৈরী শিক্ষার্থীর আদলে সরস্বতী দেবী...

পাবনা প্রতিনিধিঃ শহরের গলি দিয়ে হাতে টানা রিকশায় চড়ে যাচ্ছেন একজন মেয়ে। একহাত...

image

টঙ্গীর ইজতেমা ময়দানের বর্জ্য ১০ ঘণ্টায় পরিষ্কার

গাজীপুর প্রতিনিধিঃ ১০ ঘণ্টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ময়লা পরিষ্...

  • company_logo