ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোন্ডার নতুন ইলেকট্রিক অ্য়াক্টিভা শিগগির আসছে বাজারে। সংস্থার দাবি, এক চার্জে ১০২ কিলোমিটার চলবে। এবার অ্য়াক্টিভা ইলেকট্রিক বদল যোগ্য ব্যাটারির সঙ্গে আসবে। তাই এই স্কুটার নিয়ে আগ্রহ বেড়েই চলেছে।
ইলেকট্রিক দু-চাকার কথা উঠতেই কত কিলোমিটার যাবে, তা নিয়েই প্রথম ভাবনা সবার। এই গাড়িতে আইডিসি রেঞ্জ প্রায় ১০২কিলোমিটার বলে দাবি করা হয়েছে। দুটি ১.৫কিলোওয়াটআওয়ার বদলযোগ্য ব্যাটারি রয়েছে স্কুটারে। অর্থাৎ মোট ব্যাটারির ক্ষমতা ঘণ্টায় ৩ কিলোওয়াট।
এই ব্যাটারিগুলো বাড়িতে নিয়ে চার্জ করা যাবে না। তবে হন্ডার ব্যাটারি সোয়াপ স্টেশনগুলোতে অদলবদল করা যেতে পারে এই ব্য়াটারি প্যাকগুলো। একজনকে ব্যাটারি সোয়াপিং স্টেশনের উপর নির্ভর করতে হবে।
স্কুটারের নকশায় তেমন কোনো বিশেষ কিছু করা হয়নি। তবে এলইডি এবং ডিআরএল সেট-আপ আপনার নজর কাড়বে। নীল রং সবার নজরে পড়বে। পাওয়ারের ক্ষেত্রে অ্য়াক্টিভাতে ৬কিলোওয়াটআওয়ার এবং ২২এনএম টর্ক ডেভেলপ করে যেখানে টপ-স্পিড ৮০কিলোমিটার ঘণ্টায়।
এই স্কুটারে তিনটি রাইড মোড রয়েছে- ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কী-লেস স্টার্ট, ব্লুটুথ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার ইত্যাদি। স্টোরেজ সিটের নিচে রাখা ব্যাটারি প্যাকগুলোর সঙ্গে আরও স্টোরেজ স্পেস তৈরি করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ কর...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রা...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ। একের পর এক নতু...
মন্তব্য (০)