
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লা (২৮) পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। নিজের তৈরি আরসি বিমান আকাশে উড্ডয়ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে জুলহাস।
গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৈরি করা বিমানে জুলহাসের আকাশে উড়ার ভিডিও ভাইরাল ।
পুনরায় মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনার চরে তার নিজ হাতে তৈরি বিমান আকাশে উড্ডয়ন করে সে।তিন থেকে চার মিনিট জুলহাস বিমানটি আকাশে উড্ডয়ন করে আবার নেমে আসে। মঙ্গলবার বাতাসের গতি বেশি থাকায় ঝুঁকি এড়াতে আর বেশিক্ষণ বিমানটি আকাশে উড্ডয়ন করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ বিমানের এমন অভাবনীয় উদ্ভাবন দেখতে যমুনার পাড়ে ভিড় জমায়।
জুলহাস মোল্লা বলেন, এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করি। চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার। এর কিছুদিন পরে আল্টালাইট বিমান তৈরির কথা মাথায় আসে।
কিন্তু তাতে তেমন সফলতা আসেনি। পরে গত এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, মূলত টাকার জোগান না থাকায় পাম্প ইঞ্জিন, আর অ্যালুমিনিয়াম, এসএস দিয়ে মূলত বিমানটি তৈরি করা হয়। বিমানটি ওজন হয়েছে ১০০ কেজি।
গতি পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার, অ্যালুমিনিয়াম দিয়ে পাখা তৈরি করা হয়েছে। ইঞ্জিন চলবে অকটেন অথবা পেট্রল দিয়ে। ঘণ্টায় গতি হবে সর্ব্বোচ ৭০ কিলোমিটার।
গত কয়েক দিন আগে বিমানটি পরীক্ষামূলক সফল ভাবে আকাশে উড্ডয়ন করতে সক্ষম হই জানিয়ে তিনি বলেন, আমি জীবনে কোনো দিন বিমানের উঠিনি। বিমানটি তৈরি করে আকাশে উড্ডয়ন করতে পেরে নিজের স্বপ্নও পূরণ করেছি।
প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী পাগল মনে করেছে। তবে এখন সবাই উৎস আর বাহবা দিচ্ছে।
সরকারি কিংবা বেসরকারি ভাবে প্রশিক্ষণ ও সহায়তা পেলে এ নিয়ে কাজ করার আগ্রহ পোষণ করেন জুলহাস। তিনি দাবি করে বলেন, আমার আগে কেউ বাংলাদেশে নিজে বিমান তৈরি করে আকাশে উড্ডয়নের ঘটনা নেই অনেকেই চেষ্টা করেছিল, তবে সফল হননি।
জুলহাসের ছোট ভাই নয়ন মোল্লা বলেন, শুরু থেকে আমি ভাইয়ার সঙ্গে ছিলাম। সব কাজ আমি সঙ্গে থেকে করেছি। আমরা কোনো সময় দমে যাইনি। গত এক বছর দিনে আমরা পাঁচ থেকে ছয় ঘণ্টা বিমান তৈরি করতে গবেষণা ও কাজ চালিয়ে গেছি
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমার এলাকার ছেলে জুলহাসকে নিয়ে আমরা গর্ব করি। ওর অসাধারণ মেধায় উদ্ভাবন করে ফেলেছে একটি বিমান। সরকারি ভাবে তার প্রশিক্ষণ ও সহায়তার প্রয়োজন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা বলেন, আমি সংবাদ পেয়েই মঙ্গলবার জুলহাসের এমন উদ্ভাবনী বিমান দেখতে এসেছি। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জুলহাসকে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে চেষ্টা করব। সত্যিই প্রত্যন্ত গ্রামের একটি ছেলের এমন আবিষ্কার সবাইকে মুগ্ধ করেছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সব...
গোপালপুর প্রতিনিধিঃ ইটভাটা মালিকদের হয়রানি বন্ধে ৭ দফা দাবিতে, টাঙ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং একটি দুর্দান্ত ক্যামের...
ফরিদপুর প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারে শিক্ষার্থীদের সক...
মন্তব্য (০)