• রাজনীতি

তারেক রহমানে বার্তা নিয়ে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে কেন্দ্রীয় ছাত্রদল 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের পর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে রবিবার ২৬ শে নভেম্বর  গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একাধিক মাদ্রাসা - কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত টিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে যথোপযোগী উদ্যোগ গ্রহন করেন।

মতবিনিময়কালে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে  তারেক রহমানের সালাম, শুভেচ্ছা বার্তা ও ৩১দফা বাস্তবায়নে জনাব তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভাবনাগুলো শোনেন। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রস্তুতি সংবলিত বুকলেট বিতরণ করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি-খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক- তারেকুজ্জামান তারেক সহ জেলা, উপজেলা এবং স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুজনকে কারাগারে প্রেরণ

পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা...

image

কুড়িগ্রামে সাবেক এমপি নাজমীন আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এ...

image

এদেশে এখন পাগলেও মুজিব কোট নিতে চায় না: ভিপি নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন"...

image

লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেও...

image

শিক্ষিত সমাজ-জাতি ও দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ

ফরিদপুর  প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শাম...

  • company_logo