• রাজনীতি

লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক যুবককে হত্যার পর লাশ গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাহিদ আক্তার জুলিয়েট শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এ সময়  নূরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এবং রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। 

নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ১০ নভেম্বর পঞ্চগড় জেলা সদরের উত্তর দর্জিপাড়া এলাকার মো. মনু মিয়া নামে এক ব্যক্তি নুরুল ইসলাম সুজনকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. মনুর ছেলে আলামিন পেশায় রিকশাচালক। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। এ জন্য তাকে শুরু থেকেই বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলামিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন কতিপয় আসামির পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা আল আমিনকে জখম করেন। এতে রক্তাক্ত হয়ে আলামিন সড়কে লুটিয়ে পড়লে তার নিথর দেহ নিয়ে যায় তারা। তখন থেকেই আল আমিনের সন্ধান নেই। 

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন  বলেন, আদালতে আসামী স্বয়ং আজকে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক কারণে এ সমস্ত মামলায় তাকে সম্পৃক্ত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে।’ এছাড়া এই মামলার বাদী নিজেই একটি এফিডেফিটের মাধ্যমে বলেছেন, ‘তিনি স্বেচ্ছায় কোন মামলা করেননি। নূরুল ইসলাম সুজনকে আসামী করা তার অনিচ্ছাকৃত ত্রুটি। এই আসামীর বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই।’ আমরা রিমান্ড না মঞ্জুর এবং জামিনের আবেদন করেছিলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। বিজ্ঞ আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি রহস্যাবৃত, এখনো ভিকটিমের খোঁজ পাওয়া যাচ্ছেনা। রহস্য উদঘাটনের জন্যই আসামীর রিমান্ড প্রয়োজন ছিলো। আদালত বিষয়টি অনুধাবন করেছেন এবং এই রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করছি এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

মন্তব্য (০)





image

রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুজনকে কারাগারে প্রেরণ

পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা...

image

কুড়িগ্রামে সাবেক এমপি নাজমীন আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এ...

image

এদেশে এখন পাগলেও মুজিব কোট নিতে চায় না: ভিপি নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন"...

image

শিক্ষিত সমাজ-জাতি ও দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ

ফরিদপুর  প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শাম...

image

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়বে বিএনপিঃ শামা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ...

  • company_logo