ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ স্মার্টফোন হাত থেকে পড়লেই শেষ! প্রায়ই অনেকেরই জীবনেই এই দুর্ঘটনা ঘটে। হাত থেকে পড়ে গিয়ে ফোনের বিভিন্ন অংশ যেমন চার্জিং পোর্ট, সাউন্ড, বা স্পিকার ঠিকভাবে কাজ করে না। প্রশ্ন হচ্ছে, স্মার্টফোন পড়ে গেলে কেন নষ্ট হয়ে যায়? এর পেছনে কিছু প্রযুক্তিগত এবং যান্ত্রিক কারণ আছে যা সহজ ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে।স্মার্টফোন খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস, যা বিভিন্ন জটিল অংশ নিয়ে তৈরি। ফোন হাত থেকে পড়ে গেলে আঘাত পায়। বিশেষ করে কংক্রিটের মেঝের ওপর পড়লে।
হাত থেকে পড়লে ফোনের ভিতরে থাকা ছোট ও সংবেদনশীল যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যেতে পারে। ফোনের মাদারবোর্ডে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে। সেগুলোও নষ্ট হতে পারে।ফোনের মাদারবোর্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। ফলে সেটি ঠিকঠাক কাজ না করলে ফোন অন হতে বা ঠিকঠাক অপারেট করতে সমস্যা করতে পারে।
হাত থেকে পড়ে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। ফলে ফোনের ফোনের স্থায়ী ক্ষতি করতে পারে।এখন অনেক ফোনে কার্ভ ডিসপ্লে থাকে। সেক্ষেত্রে ওই ধরণের ডিসপ্লে-র ক্ষতি হতে পারে। ফোন হাত থেকে পড়লে যে কোনও ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
বহু ফোনের ডিসপ্লে এখন বিশেষ উপাদানে তৈরি হয়, যাকে বলে গরিলা গ্লাস। তবুও হাত থেকে ফোন পড়লে ডিসপ্লে-র ক্ষতি হাতে পারে।স্মার্টফোনে অনেক ধরনের সেন্সর থাকে, যেমন অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি। ফোন পড়ে গেলে এই সেন্সরগুলো নষ্ট হয়ে যেতে পারে। ফলে ফোনের বিভিন্ন ফিচার যেমন অটো-রোটেশন বা কলের সময় স্ক্রিন বন্ধ হওয়া—ইত্যাদি কাজগুলো ঠিকভাবে করতে পারে না।
ফোনের ক্যামেরাও একটি সংবেদনশীল অংশ। পড়ে গেলে ফোকাসের সমস্যা হতে পারে বা ছবির গুণগত মান কমে যেতে পারে। ক্যামেরার সেন্সরেও যদি আঘাত লাগে তাহলে ছবি তোলাই কঠিন হতে পারে।ফোন হাত থেকে পড়ে গেলে, ফোনের ভেতরে থাকা তার বা সার্কিট পড়ার সময় নড়ে পারে বা আলগা হয়ে যেতে পারে। ফলে ফোনের বিভিন্ন অংশ যেমন চার্জিং পোর্ট, সাউন্ড, বা স্পিকার ঠিকভাবে কাজ করতে পারে না।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ কর...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যু...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রা...
মন্তব্য (০)