ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকাল দশটায় কলেজ গুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্ররাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না। তিনি বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেটাই দিতে এসেছেন তারা।
এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও তাদের ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে না আসায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন পাঠ্যবই গুলোতে ওয়াসিমের কথাও তুলে আসা প্রয়োজন বলে তিনি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া মীনা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমূখ।
পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে একটি গাছের চারা রোপণ করেন।
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন স...
নিউজ ডেস্কঃ প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ঠা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প...
মন্তব্য (০)