ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামীকাল শুক্রবার দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্রে পার্কের নাম পরিবর্তন করে সাফারি পার্ক গাজীপুর নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃ পক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশ কিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে উর্ধতন কর্তৃপক্ষের নিদর্শনায় সাফারি পার্ক অনির্দিষ্ট্য কালের জন্য বন্ধ ছিলো। আগামীকাল শুক্রবার থেকে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে।
তিনি আরো জানান, পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।
পাবনা প্রতিনিধিঃ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে আদিবাসী পল্লিতে অ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শতাধিক নারী-পুরুষ নিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্...
নওগাঁ প্রতিনিধি: ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫আগষ্টে স্বৈরাচার সরকারের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষনীয় সুন্দর করাই যাদের...
মন্তব্য (০)