• বিশেষ প্রতিবেদন

ঠাকুরগাঁওয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত শুরুর সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করে রস আহরণ শুরু করেছেন। রস আহরণের জন্য প্রথমে হাতে দা ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চাছা-ছেলা করেন, পরে ছেলা স্থানে বাঁশের কঞ্চির নল বসানো হয়। সেই নল বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুর রস। নাটর থেকে গাছিরা ঠাকুরগাঁওয়ে এসে খেজুর বাগানে রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করছেন। পাখীডাকা ভোর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করে গাছিরা। দুপুর পর্যন্ত রস জাল দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়।

বিকাল থেকে সন্ধ্যা অব্দি রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়। এভাবেই ব্যস্ত সময় পার করছে গাছিরা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকযুগ আগে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন মোগন ইক্ষু খামারে ঠাকুরগাঁও সুগারমিলের উদ্যোগে প্রায় ১০০০ টি খেজুরের গাছ নিয়ে গড়ে ওঠে একটি বাগান, অযত্ন ও ফসলি আবাদের কারণে অনেক গাছ নষ্ট হয়েছে। বর্তমানে বাগানে ৭০০টির মতো খেজুরের গাছ রয়েছে। গাছিরা জানান, খেজুরের রস পেতে হলে বেশ কিছু কাজ করতে হয়। গাছের উপরিভাগের নরম অংশকে কেটে সেখানে বসিয়ে দেয়া হয় বাঁশের তৈরি নালা। আবার পাখিরা যাতে রস না খেতে পারে আর কোন জীবাণু না ছড়াতে পারে, সেজন্য আবার জাল বিছাতে হয়।

গাছের কাটা অংশ থেকে চুইয়ে-চুইয়ে রস এনে নল দিয়ে ফোঁটায় ফোঁটায় জমা হয় মাটির কলসিতে। একবার গাছ কাটার পর ২-৩ দিন রস পাওয়া যায়। রসের জন্য গাছ একবার কাটার পর ৫-৬ দিন বিশ্রাম দেয়া হয়। রোদে কাটা অংশ শুকিয়ে গেলে আবার ওই অংশ চেছে রস সংগ্রহ করা হয়। আর এ কারণেই সাধারণত খেজুর গাছ পূর্ব ও পশ্চিম দিকে কাটা হয়, যাতে সূর্যের আলো সরাসরি ওই কাটা অংশে পড়ে।

নাটোর থেকে আসা গাছি আব্দুল মালেক বলেন, আমি দেশে অনেক জায়গায় রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে গিয়েছি কিন্তু আমাদের উত্তরবঙ্গে এক জায়গায় সাজানো এত সুন্দর ও এত বড় বাগান আর কোথাও দেখিনি ।দর্শনাথী জিনু আহম্মেদ বলেন, মোহন ইক্ষু খামার খেজুর বাগানের আমরা টাট্ক রস ও প্রাকৃতিক পরিবেশে তৈরি গুড় পাচ্ছি। যা গুড় অনেক সুস্বাদু এখানকার গুড় জেলা পেরিয়ে দেশের বিভিন্নস্থানের মানুষ এসে নিয়ে যাচ্ছে। এ বাগানটির অনেক বরো এটিকে পরিচর্যা করা খুবই প্রয়োজন বাগানের অনেক গাছ নষ্ট হয়ে গেছে সেগুলো রোপন করা প্রয়োজন। এখানে খেজুর বাগানকে ঘিরে বিভিন্ন দোকানো বসতে শুরু করেছে।

স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামান মনির জানান, ঠাকুরগাঁও সুগারমিলের আওতাও থাকা এ খেজুর বাগানটি এক লাখ ৭২ হাজার টাকায় বাগানের ৭ শতাধিক গাছ লিজ নিয়েছি। নাটোর থেকে ৮ গাছি দিয়ে রস সংগ্রহ ও গুর তৈরি করা হচ্ছে। শীত বাড়লে গাছ থেকে রসের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গুড় উৎপাদন বাড়বে বলে জানান তিনি। সারাদিন খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি দেখতে ও গুড় কিনতে সারাদিন ভিড় করছেন শত শত ক্রেতা ও দর্শনার্থী। বিগত বছরগুলোর মতো এ বছরও চাহিদা অনুযায়ী খেজুরের রস পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন খেজুর বাগানের লিজ গ্রহীতা।

যা বর্তমানে  কেজি প্রতি বিক্রি করা হয় ৩০০ টাকায়। নারগুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল বলেন, নতুন করে কেউ খেজুরের বাগান করতে অনেক সময়ের প্রয়োজন হয় আর এ বাগানটির বয়স অনেক বাগানটি পরিচর্যা করা খুবই দরকার। এ জেলায় খেজুরের গাছ রোপণের ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখা যায় না। সবাই আম, কাঁঠাল আর লিচু নিয়েই ব্যস্থ। সব গাছেরই প্রয়োজন আছে। তিনি খেজুর বাগান উদ্যোক্তাদের স্বাগত জানান।

মন্তব্য (০)





image

চাটমোহরে দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসব অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে আদিবাসী পল্লিতে অ...

image

কুড়িগ্রামে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী ম...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শতাধিক নারী-পুরুষ নিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ...

image

সেই বৃদ্ধের ঠাঁই হলো বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্...

image

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

নওগাঁ প্রতিনিধি: ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫আগষ্টে স্বৈরাচার সরকারের ...

image

ঠাকুরগাঁওয়ে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বসে চু...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষ‌কে আকর্ষনীয় সুন্দর করাই যাদের...

  • company_logo