ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ছোট্ট শাবকের নিরাপত্তার কথা বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ শাবক জন্মের বিষয়টি এত দিন গণমাধ্যমে জানায়নি। জন্ম নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে বলে নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
তারা নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়ের।বুধবার (৬ নভেম্বর) দুপুরে নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। কিছুদিন আগে শাবকটির জন্ম হলেও তার নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি।পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত ১০ অক্টোবর দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ।
নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি করছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি ও লাফালাফি করে সময় পার করতে দেখা যায়।তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। শাবকের নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০।
পাবনা প্রতিনিধিঃ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে আদিবাসী পল্লিতে অ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শতাধিক নারী-পুরুষ নিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্...
নওগাঁ প্রতিনিধি: ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫আগষ্টে স্বৈরাচার সরকারের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষনীয় সুন্দর করাই যাদের...
মন্তব্য (০)