ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ সরকারী জায়গায় ঘর তুলে বসবাসকারী নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী।
এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতৃবৃন্দ বিধবা নারী আসমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পাশে থাকার কথা জানান।
পরে ক্ষতিগ্রস্থ নারীর হাতে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়। রুহুল কবির রিজভী জানান, বিধবা নারীর ঘরবাড়ী ভাংচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সাথে বিএনপির কোন নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন জানান, ন্যাক্কারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলের হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী সেই বিধবার বাড়ী ঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালানা। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার।
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন স...
নিউজ ডেস্কঃ প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ঠা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প...
মন্তব্য (০)