ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) কুমিল্লা নগরীর টমসমব্রীজ ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
জানা যায়, প্রবাসী পরিবারের যে সকল প্রতিবন্ধী সন্তান রয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ভাতার দিয়ে সহায়তার উদ্দেশ্যে এ কার্যক্রম চালু রেখেছে। সেই আলোকে কুমিল্লার ওয়েজ আর্নার্স ও বৈদেশিক কর্ম সংস্থানের এ ব্যবস্থাপনায় কুমিল্লার ২২৯ টি প্রতিবন্ধী সন্তানদের এ চেক বিতরণ করা হয়। ধাপে ধাপে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ওয়েজ আর্নার্সের সহকারী পরিচালক আলী হোসাইন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্ত...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল ...
মন্তব্য (০)