ফাইল ছবি
রংপুর ব্যুরোঃ ঢাকার কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত ভিপি নুরের গণ অধিকার পরিষদসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রংপুরে লাঠি হাতে রাজপথে মিছিল করেছে দলটি স্থানীয় নেতৃবৃন্দ।নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি লাঠি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
শনিবার দুপুরে রংপুর সেন্ট্রাল রোডস্থ দলের স্থানীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদি বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশ করে তারা। এতে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় তিনি কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগের জন্য ভিপি নুরের গণ অধিকার পরিষদকে দায়ি করেন। একই সাথে নেতাকর্মীদের জাতীয় পার্টির অস্তিত্ব রক্ষায় জাতীয় পাটির ঘাঁটি খ্যাত রংপুর অফিসে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।এছাড়াও স্বড়যন্ত্রকারিদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।স্থানীয় নেতৃবৃন্দরাও জাতীয় পার্টির প্রতি বৈষম্য দূর না হওয়া পর্যন্ত রাজপথে থেকে লাঠি হাতে থাকার হুঁশিয়ারিও দেন।
পরে পায়রা চত্ত্বরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক,মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন,যুবসংহতির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন,সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্নাসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির উপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন স...
নিউজ ডেস্কঃ প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ঠা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প...
মন্তব্য (০)