ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ মধ্যরাতে নিজের ওয়েবফিল্মের সস্তা প্রচারণা চালাতে গিয়ে নেটিজেনদের আতঙ্কে ডোবান উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মান। পরে তার ফেসবুক লাইভে আসার কারণ বুঝতে পেরে চটেন নেটাগরিকরা। সাদিয়ারও বোধোদয় হয়। ক্ষমা চান তিনি। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন কৃতজ্ঞতা, সেই সঙ্গে দোষ চাপালেন চ্যানেল কর্তৃপক্ষের ওপর।
আজ শুক্রবার নিজের ফেসবুকে সাদিয়া আয়মান দর্শকের উদ্দেশে লিখেছেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভালো আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কনটেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার ওপর একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি । সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।এরপর লেখেন, ‘আপনারাই আমার ভালোবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি।
একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কী অভিনয় করব, কি ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না । আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।
তিনি আরও লিখেছেন, ‘এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেওয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।
’শেষে লিখেছেন, ‘তবে কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকব। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল।’সোমবার (২১ অক্টবর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক থেকে লাইভ-কাণ্ড ঘটান সাদিয়া আরমান। যে ওই ফিল্মের প্রচারণায় এত কান্ড সেটির নাম ‘বিভাবরী’। ওটিটি মাধ্যম দীপ্তপ্লে থেকে মুক্তি পাবে সিনেমাটি।
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে...
বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, ...
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্...
বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা ...
মন্তব্য (০)