• লিড নিউজ
  • বিনোদন

শিল্পীদের বিজয় দিবসের শুভেচ্ছা

  • Lead News
  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ এ দেশ আমার গর্ব—এ বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষ্যে সারাদেশে আয়োজিত হচ্ছে নানা উৎসব। সাধারণ মানুষ ১৯৭১ সালে শহীদ হওয়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে পাওয়া এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। সেই মুক্তির আনন্দ উদযাপনে সংস্কৃতিকর্মীরা বিভিন্ন আয়োজনে বিজয় উৎসবের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ এই বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন তারকারাও। সোমবার স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর তারকারা বিজয় শুভেচ্ছা জানিয়েছেন।

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। ‍কিছু তারকাদের বিজয় শুভেচ্ছা তুলে ধরা হলো- 

ঢালিউড কিং শাকিব খান মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শাকিব খান। কপালে পতাকা বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাসে উচ্ছ্বসিত শাকিবকে দেখা যায়। ছবির একপাশে লেখা, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’ ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘ সবাইকে মহান বিজয় দিবস-এর শুভেচ্ছা।’

ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটি পোস্ট শেয়ার করেন বিজয় দিবসে। তিনি লেখেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

অভিনেত্রী রুনা খান লাল-সবুজ পতাকার পাশে তার একটি পুরানো ছবি শেয়ার করে লিখেছেন,‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত জয়া অভিনীত সিনেমা,‘নকশী কাঁথার জমিন’ প্রকাশ পাবে ২৭ ডিসেম্বর।

মিস্টার ইউনিভার্স ,ইন্টারন্যাশনাল  ফ্যাশন মডেল ইমাম মাহমুদ রিফাত জানায় বিজয় দিবস এর শুভেচ্ছা ,তিনি বলেন  স্বাধীনতা অর্জন এর থেকে রক্ষা করা যে অনেক কঠিন সেটা একমাত্র আমরাই বুঝি |সবাইকে মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা !

মন্তব্য (০)





  • company_logo