• লিড নিউজ
  • খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে, জানাচ্ছে ক্রিকইনফো।

আইসিসির সঙ্গে আলোচনায় এই সময়সীমার কথা বিসিবিকে জানানো হয়েছে। শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠকে বিষয়টি উঠে আসে।

বিসিবি আবারও আইসিসিকে জানিয়েছে যে তারা বিশ্বকাপে খেলতে চায়। তবে তারা ভারতে খেলতে রাজি নয়। বিসিবির দাবি, নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ আছে। তাই তারা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায়। শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ-আয়োজক।

আইসিসি এখনো মূল সূচি বদলাতে রাজি হয়নি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতে। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।

আইসিসির পাঠানো নিরাপত্তা প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে কিছুটা বেশি বলা হয়েছে। তবে কোনো দলের জন্য আলাদা হুমকির কথা উল্লেখ নেই।

সূচি অনুসারে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে কলকাতায়। পরের দুই ম্যাচও কলকাতায়। শেষ গ্রুপ ম্যাচ হবে মুম্বাইয়ে।

বিসিবি চেয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে। আয়ারল্যান্ড তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তবে আইসিসি এই প্রস্তাবে সম্মতি দেয়নি, জানিয়েছে ক্রিকবাজ। আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। 

এই বিরোধের শুরু হয় আইপিএল ২০২৬ নিয়ে। উগ্রবাদী গোষ্ঠীর চাপে নিরাপত্তার অজুহাতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এরপর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে সরকার। এরপরই বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। সেই অবস্থানেই এখনো রয়েছে বিসিবি।

 

মন্তব্য (০)





image

বিশ্বকাপ না খেললে একাধিক সংকটে পড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসি...

image

যে অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জ...

image

বিপিএলের প্রথম শিরোপা জয়ে চট্টগ্রামের প্রয়োজন ১৭৫

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএল...

image

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...

image

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চু...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিত...

  • company_logo