ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই, রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন সিউলের সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে।
একই সঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের ‘দুর্বৃত্ত ও নৃশংস’ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরোকে আটক করার প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে।
সিউলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে নিজেদের শক্তি জাহির করাই পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করেছে।
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলো ...
নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদু...
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক ...
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে ...

মন্তব্য (০)