• সমগ্র বাংলা

ডাক্তার জিয়া'কে অবসর জনিত অশ্রুশিক্ত রাজকীয় বিদায় সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর জনিত কর্ম জীবনের ইতি টানলেন জনপ্রীয় বিশিষ্ট চিকিৎসক জিয়াউল হক জিয়া। রেডিওলজি ও ইমেজিং বিভাগে কর্মরত ছিলেন তিনি। আজ মেডিকেল কলেজ হাসপাতালে রাজকীয় ভাবে আবেগ আপ্লুপ্ত অশ্রুসিক্ত পরিবেশে তাকে বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ইনচার্জ হিসেবে অত্যান্ত নিষ্ঠার সাথে দ্বায়িত্বশীল কর্মজীবন অতিবাহিত করেছেন তিনি। 

 ডাঃ জিয়াউল হক জিয়া ১৯৯৪ সালের ৯মে সরকারি চাকরিতে যোগদান করেন গতকাল ১৪ ডিসেম্বর অবসরগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৩১ বছর ধরে সরকারি চাকরিজীবি হিসেবে মানব সেবায় নিয়োজিত ছিলেন তিনি। তবে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহনের পরও চিকিৎসা সেবায় নিয়োজিত থাকতে চান ডাক্তার জিয়া।

চিকিৎসা পেশায় কর্মরত অবস্হায় ডাক্তার এসোসিয়েট অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব পদে দ্বায়িত্ব পালন ছাড়াও  সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহন রয়েছে তার।

 মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ফজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ নুরুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ শাহাব আহমেদ, নিউরো সার্জারি বিভাগের প্রধান 

ডাঃ সারোয়ার মুর্শেদ আলম, চক্ষু বিভাগের অধ্যাপক ডঃ হারিসুর রহমান হিরু, গাইনী বিভাগের  প্রধান ডাঃ ইশরাত শারমিন, সার্জারী বি়ভাগের ডাঃ সন্দ্বীপ চক্রবর্তী এবং হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ শ্যামলী সাহাসহ অন্যান্যরা। 

সদালাপী মিষ্টভাষী আন্তরিক নিরঙ্কার প্রীয় সহকর্মী ডাক্তার জিয়ার কর্মস্হলের  স্মৃতিচারনের সময় আবেগে আপল্পুত হয়ে দু'নয়নে অশ্রুঝরে অনেকের। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা।

এসময় তাকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন তারা।

 ডাঃ জিয়া'র অবসর জীবনের সফলতা কামনা করেছেন তারা। 

মন্তব্য (০)





  • company_logo