• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ট্রলি উল্টে কৃষক নিহত, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ধানের আটি বহনকারি ট্রলি উল্টে একজন কৃষক নিহত এবং আরো ২জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক নাঈম ইসলাম (১৮) নবাবগঞ্জের বড় মাগুরা বালিয়াচড়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে।

উপ পরিদর্শক শাহিন মিয়া জানান, স্হানীয় ভাবে তৈরি নছিমত জাতীয় ট্রলিতে জমি থেকে আমন ধানের আটি ভর্তি করে গন্তব্যে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়। এসময় উপরে থাকা ৩জন আরোহি নিচে ছিটকে পড়ে। তাদের মধ্যে নাঈম ইসলামের মাথা ট্রলির নিচে চাপা পড়ে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে৷ আহত ২জনের মধ্যে একজনের হাতের হাড় ভেঙ্গে গেছে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা।

মন্তব্য (০)





  • company_logo