• লিড নিউজ
  • রাজনীতি

ব্রিফিংয়ে ডা. জাহিদ চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন খালেদা জিয়া।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ এসব বলেন। 

এদিন বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদষ্টো লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রায় এক ঘণ্টার অধিক সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্র উপদষ্টো খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে, উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবতির্তে হয়তো যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এটা বলার সময় আসে নাই। দেশনেত্রী যাতে এবারে যে উনার শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন—সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই।     

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, উনি (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন আছেন। উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এনিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স (সাড়া) করছেন। 

তিনি বলেন, গত শুক্রবারে আমরা দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল। একদিকে অ্যাম্বুলেন্সের কারিগরি ক্রটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা দেশের বাইরে স্থানান্তর করতে পারেনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি- যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি, সেটি উনি পেতে পারেন। সেজন্য এখানে রেখেও সব পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে। 

ডা. জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্যরা তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব সময়ই অত্যন্ত সজাগ এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছেন। এই মেডিকেল বোর্ডে বাংলাদেশে বাইরেও বিদেশে চিকিৎসকরা সংযুক্ত, সেজন্য আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য মেডিকেল বোর্ডের বৈঠকগুলো রাতে করতে হয়। সবকিছু মিলে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ড. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন।   

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।

 

মন্তব্য (০)





image

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আর আপস নয়: সারজিস

নিউজ ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীনতার পক্ষে থা...

image

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৫ দাবি ছাত্র ...

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য ...

image

আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারে...

নিউজ ডেস্ক : আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে বলে মন্...

image

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চ...

image

নির্বাচন বন্ধের ক্ষমতা নেই সন্ত্রাসীদের: খোকন

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল ...

  • company_logo