ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম–১৫ সংসদীয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ৪টায় কেরানীহাট রিসোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রায় ত্রিশ মিনিট ধরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেরানীহাট কেন্দ্রীয় চত্বরে এসে শেষ হয়।
মিছিলে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। আয়োজকদের মতে, এটি ছিল এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গঠিত একটি গণআন্দোলনমূলক কর্মসূচি।
গণমিছিল ঘিরে এলাকায় চোখে পড়ার মতো উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং আশপাশের মানুষজনও মিছিলটি দেখতে থেমে দাঁড়ান। তবে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য ধীরগতির হলেও বড় কোনো অস্বস্তির ঘটনা ঘটেনি।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের পুরো সময় নজরদারিতে ছিলেন। স্থানীয় সূত্র জানায়, পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
নড়াইল প্রতিনিধি : দেশ বদলাও পুরাতন বদলাও' এই স্লোগানকে ...
মানিকগঞ্জ প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, ম...
দিনাজপুর প্রতিনিধি : বিএনপির আয়োজনে দিনাজপুরের গোরে শহীদ বড়...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...

মন্তব্য (০)