• সমগ্র বাংলা

নিখোঁজের তিন দিন পর ফকিরের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম  প্রতিনিধি : বাশঁখালীতে  তিন দিন ধরে নিখোঁজ ফকিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার পুর্ব টেমাপাড়ার  তিন দিন ধরে  নিখোঁজ   আশরফ মিয়া ককিরের  লাশ  অনেক জায়গায় খুজাঁখুজি করে  ও মিলছিলোনা।

অবশেষে ২৩ নভেম্বর  সকালে  তার পরিবারের লোক উঠানের কমলা গাছের নীছে পানি দিতে গেলে নতুন মাঠি দেখে খুড়ে  পেলো ফকিরের মরদেহ।
তখন থানায় সংবাদ জানানো হলে বাশঁখালী থানা পুলিশ আশরফ মিয়া (৬৫) ফকিরের মরদেহ  বেলা ১১টায়  উদ্ধার করে।

বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,লাশটির মাথায় আঘাতের চিহ্ন ছিলো, লাশ ময়না তদন্তে চমেক হাসপাতালে  প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo