• লিড নিউজ
  • জাতীয়

দেশের বেশিরভাগ জেলায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টির আশংকা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা শহরসহ দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি জানান, রাত ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টার মধ্যে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 

‎বিশেষ করে ঢাকা বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, ময়মনিসংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর, বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলো, চট্রগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মধ্যাঞ্চল ও উত্তর দিকের একাধিক জেলার (নদিয়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, জলপাইগুড়ি) উপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হচ্ছে যা রাত ৩টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। এ ছাড়া, রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে উত্তর দিকের কোন-কোন জেলার উপরে বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ...

image

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ...

নিউজ ডেস্কঃ নিউ ইয়র্ক কনস‍্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমের ...

image

‎৫০ লাখ প্রবাসী ভোট টার্গেট ইসির, খরচ ৪০০ কোটি টাকা

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ৩০ লাখের মতো বাংলাদ...

image

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ব...

image

‎মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর...

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো যেসব ...

  • company_logo