
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: শালিখা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক এ অনুষ্ঠানে পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ গোলাম আজম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগের যুগ্ম-সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান বিশ্বাস।
সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু)।
স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মারুফ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে তাঁরা গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর অবদান রাখতে পারবেন।
প্রধান অতিথি ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বলেন— “পল্লী চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি। মানুষের সেবায় তাঁদের কাজ সমাজে এক অনন্য উদাহরণ।”
অনুষ্ঠানের শেষে সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু) ধন্যবাদ জ্ঞাপন করে বলেন— “এ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে মানবসেবার ব্রত গ্রহণ করলাম। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা মানবসেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী এ আয়োজন স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
নিউজ ডেস্কঃ ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সর...
নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা...
নিউজ ডেস্ক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্র...
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নে...
মন্তব্য (০)