
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের মত চোখ রাঙাতে চায় কুচক্রী মহল। বেড়া সাঁথিয়ার মাটিতে কোন আওয়ামী দোসরদের পুণর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজী, দখলদারিত্ব, ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে।
শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত জুলাই যোদ্ধাদের ভাবনায় ৬৮ পাবনা- ১ আসন শীর্ষক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজন মুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যারাই সংসদে আসবেন জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। কর্মহীন বেকার যুবক থাকবে না। তরুণদের চাকুরীর ব্যবস্থা করতে হবে। অবকাঠামো উন্নয়ন ও প্রকৃত প্রশিক্ষণ মূলক শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
পাবনা-১ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, ভারতীয আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছে। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। আগামীতে যারাই সরকার গঠন করবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিবেন। স্বৈরাচারের দাপট ক্ষনস্থায়ী। জনগণের আশা আকাঙ্খাকে ধারণ করবেন। জুলাই বিপ্লবের আকাঙ্খা ধারণ করবেন। বৈষম্য ও বিভাজনের রাজনীতি শুরু করবে আপনারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
আগামীতে জনগণের রায় পেলে সাঁথিয়া ও বেড়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। অবহেলিত এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করা হবে। বাবার রেখে যাওয়া কাজকে সম্পুর্ণ করা হবে। তার স্বপ্নকে বাস্তবায়ন করা হবে।
সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স পাবনার আহবায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিছুর রহমান, ইমাম হোসেন একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, শিবিরের কেন্দ্রীয় নেতা মুতাসিম বিল্লাহ সাদ, জুলাই ওরিয়ার্স পাবনার আহবায়ক আরিফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার উদ্যো...
নিউজ ডেস্কঃ যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এ...
নিউজ ডেস্কঃ এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয়...
নওগাঁ প্রতিনিধি: গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কম...
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ...
মন্তব্য (০)