• গণমাধ্যম

সমাজের বড় দৈন্য সাহসী সাংবাদিকতা: গোলাম পরওয়ার

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আজকের সমাজের বড় অভাব, বড় দৈন্য হচ্ছে সাহসী সাংবাদিকতা। সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিবেকের দংশন বড় দংশন। যে কোনো ত্রুটি-বিচ্যুতি করে আমি যদি সারা পৃথিবীর সবাইকে বলি, আমি ভুল করিনি। কিন্তু আমার বিবেক আমাকে ঠিকই দংশন করবে। বাইরের লোকের কাছে হয়তো বলা যায় না, আমি ছোট হতে পারি। কিন্তু একা ঘরে ফিরলে আমার বিবেক কিন্তু দংশিত হয়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদেরও এই বিবেক থাকা উচিত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, সেই সংগঠনের জন্মের ইতিহাস, সৃষ্টির মহান লক্ষ্যের বিষয়গুলোই উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। নতুন করে তাদের দুর্বলতা, সীমাবদ্ধতা, গাফিলতি, ত্র“টি-বিচ্যুতিকে উপলব্ধি ও পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে সুসংগঠিতভাবে চলার জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হচ্ছে অনুপ্রেরণার উৎস। তিনি আশা প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের পর আমরা যে নতুন গণতন্ত্রের দিকে যাচ্ছি, ক্র্যাবের দায়িত্বশীলতা এই এগিয়ে চলাকে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সত্য তথ্য প্রত্যাশা করি। গণ-অভ্যুত্থানের পর সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বস্তুনিষ্ঠ সত্য রিপোর্ট হলে আমরাও সংশোধন হতে পারি। তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার আমরা আশা করব। দেশের গণমাধ্যম এখনো মুক্ত হয়নি, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণের বাইরে আসেনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বলেন, ক্র্যাব কথা বলে কম, কাজ করে বেশি। বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য তাদের ভূমিকা অনন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন, ক্র্যাবের উপদেষ্টা সাবেক সভাপতি ফখরুল আলম, সাবেক সভাপতি মিজান মালিক, আবুল খায়ের, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান ক্র্যাবকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এ সময় ক্র্যাবের কাছে প্রত্যাশা জানিয়ে তারা বলেন, ক্র্যাব এমন একটি সংগঠন যারা দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য দেশের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখেন। সরকারকে সঠিক রাস্তা দেখানোর জন্য তারা দায়িত্ব পালন করেন। এই স্বীকৃতি তাদের দিতে হবে, তারা যে হুমকি ও সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাদের সহযোগিতা করা গেলে দেশ সঠিকভাবে চলবে, সামনের দিকে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আলাউদ্দীন আরিফ, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বিকু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং ক্র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা ক্র্যাব কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ক্র্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রাতে ক্র্যাব নাইট, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মন্তব্য (০)





image

রংপুর প্রেসক্লাবে অবৈধ সদস্য অন্তর্ভূক্তি স্থগিত, আদালতের...

রংপুর ব্যুরোঃ রংপুর প্রেসক্লাবে প্রশাসকের মাধ্যমে অবৈধভাবে স...

image

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে এক দিন আগে নিখোঁজ সাংবাদিক...

image

লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক...

image

জুলাই আন্দোলনে হামলার আসামি পেলেন গণ-অভ্যুত্থানে সাহসী সা...

ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকের সম...

image

মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি রাশেদ- সম্পা...

জামালপুর প্রতিনিধি : সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ স...

  • company_logo