• গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করছি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই কর্মশালার মাধ্যমে গবেষণা প্রস্তাবনা প্রণয়নে বাস্তবভিত্তিক ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করতে পারবেন এবং তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এ সফলভাবে জমা দিতে সক্ষম হবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ইতোমধ্যে এই প্রকল্পে সফলতা অর্জন করেছেন। তারা তাঁদের অভিজ্ঞতা সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন—এতে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সবাই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল।

অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল আমীন—যাঁরা উভয়েই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পপ্রাপ্ত শিক্ষক।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

মন্তব্য (০)





image

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন...

image

বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মাসুদ, সম্...

কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিকতার আদর্শ, ঐক্য ও পেশাগত দায়বদ্...

image

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন দেশের ২৯ সাংবাদিক

নিউজ ডেস্ক : চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংল...

image

উৎসবমুখর পরিবেশে পাবনায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠা...

পাবনা প্রতিনিধি : পাবনায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত...

image

‎কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে: পররা...

নিউজ ডেস্কঃ কূটনৈতিক সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন ডিপ্লোম্...

  • company_logo