• প্রশাসন

কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর হোল্ডিং ট্যাক্স দ্বিগুণেরও বেশি বাড়ানোর অভিযোগে পৌর গেট এলাকায় রোববার (২৯ জুন) বিক্ষুব্ধ হয়ে জড়ো হন সাধারণ পৌরবাস।

বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি পৌরবাসীর কথা শুনেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

কালীগঞ্জ পৌরসভার গেটের সামনে গাড়ি থামিয়ে ইউএনও তনিমা আফ্রাদ জড়ো হওয়া সাধারণ মানুষদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পৌরবাসীর অভিযোগ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য হোল্ডিং ট্যাক্স হঠাৎ দ্বিগুণ কিংবা তারও বেশি হারে বৃদ্ধি করা হয়েছে, যা অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তনিমা আফ্রাদ তাৎক্ষণিকভাবে পৌরসভার কর বিভাগ, হোল্ডিং ট্যাক্স সেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং সবার সামনে এ বিষয়ে সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “হোল্ডিং ট্যাক্স নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না

 কিছু কিছু হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়েছেন, যা আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি আজকের পর থেকে বিভ্রান্তি ও দুশ্চিন্তার অবসান হবে।”

পৌর প্রশাসক আরও জানান,“ট্যাক্সে মাত্র ১০ শতাংশ হারে সামান্য বৃদ্ধি করা হবে  কারও যদি বিগত সময়ে বকেয়া থেকে থাকে, তাহলে তা পরিশোধ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে  আবার যদি কেউ নতুন স্থাপনা নির্মাণ করে থাকেন, তবে সে অনুযায়ী অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারিত হবে।”

ঘটনাস্থলে উপস্থিত পৌরবাসীরা ইউএনও’র সরাসরি উপস্থিতি এবং আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন তাদের অনেকেই জানান, প্রশাসনের এমন মানবিক ও সরাসরি ভূমিকা খুবই ইতিবাচক, যা সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।

মন্তব্য (০)





image

চিলমারীতে পুলিশের সচেতনতামূলক বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জনসাধারণের মাঝে বিভিন্ন ধরনের...

image

অনিয়ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ ফরিদপুরে ঢাকা রে...

ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্য...

image

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে সম্প্রতি ককটেল বিষ্ফোরণের ঘটনা...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ত...

image

কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি...

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচ...

image

ইউএনও’র সহযোগীতায় ভর্তির সুযোগ পেয়ে নতুন স্বপ্ন বুনছে আছমা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযু...

  • company_logo