• লিড নিউজ
  • প্রশাসন

পুলিশকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের উদ্দেশেই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আপনারাই পুলিশের মেরুদণ্ড। আপনাদের কাজেই ফুটে উঠবে পুলিশের পেশাদারিত্ব ও জনসেবার মান।

‎মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির এসআই ও পিএসআইদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

‎ডিএমপি কমিশনার বলেন, পুলিশের সুনাম-দুর্নাম সবই নির্ভর করে মাঠপর্যায়ে কাজ করা এসআইদের ওপর। সাধারণ মানুষের সঙ্গে আপনাদের সরাসরি সংযোগ। তাই স্বচ্ছতা, আন্তরিকতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে প্রতিটি পদক্ষেপে।

‎তদন্ত কার্যক্রমের মান উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, চার্জশিট দেওয়ার পরও সাজার হার কম। এটা আমাদের জন্য অশনি সংকেত। তদন্তে পেশাদারত্ব না থাকলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন, ভুল করবেন না। ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ পুলিশের জনসেবা ও পেশাগত মানে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

‎অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, আপনাদের নিয়োগ হয়েছে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম চলবে না। সীমিত আয়ে সংসার চালিয়ে নিজেদের পেশাদারত্ব ধরে রাখুন। তিনি আরও বলেন, চাকরিতে এসেছি সম্মানের সঙ্গে বাঁচার জন্য। অন্য কেউ কী করছে, সেটার চেয়ে বড় বিষয় হলো-আমি কী করছি।

‎ডিএমপিতে কর্মরত ২,৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম দফায় ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সবাইকে এই সেশনে অন্তর্ভুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

অনিয়ম-দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...

image

পুলিশের ওএসডি ৭৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকার বাইরে প...

নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...

image

ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৌনে ১৪শ একর জমি নিয়ে সে...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...

image

ডিআইজি, অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৮ পুলিশ কর্মকর্তাক...

নিউজ ডেস্ক

একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...

image

হোমনায় নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...

  • company_logo