• প্রশাসন

‎প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জনে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

‎বৃহস্পতিবার (১১ জুলাই) সদর দফতরে নৌ পুলিশের মতবিনিময় সভা।

‎বৃহস্পতিবার (১১ জুলাই) হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় নৌ পুলিশের সদর দফতরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

‎সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশের অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণ করা হয়।

‎সভায় পূজা কমিটির করণীয়, নৌ পুলিশের দায়িত্ব, প্রতিমা তৈরির সময় থেকে বিসর্জন পর্যন্ত করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পূজা কমিটির নেতারা দুর্গাপূজার পুরোটা সময় নৌপথে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌ টহল জোরদার করার পরামর্শ দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।

‎অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধ না ঘটে, সে জন্য নৌ পুলিশের অধিক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে।

‎তিনি আরও বলেন, পূজা চলাকালীন নারী ও শিশুরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে–সেই লক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের উপস্থিত থেকে নিরাপত্তা তদারকির নির্দেশনা দেয়া হয়েছে।

‎সভায় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পূজা কমিটির বিভিন্ন নেতারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ...

image

‎জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব...

নিউজ ডেস্কঃ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ...

image

‎এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরি...

নিউজ ডেস্কঃ এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেব...

image

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও যতদিন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী...

image

নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ ...

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দ...

  • company_logo