• প্রশাসন

রত্নগর্ভা সুন্দর রাণীনগর গড়ার প্রত্যয়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ধান উৎপাদন, পাতি শিল্প,  পাখিপল্লী, ইতিহাস আর ঐতিহ্যে ভরা রাণীনগর উপজেলা। বৈষম্যহীন নতুন বাংলাদেশের সুন্দর একটি সমৃদ্ধশালী রাণীনগর উপজেলা বিনির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যকর্মী সমাজ।

শনিবার থানা প্রাঙ্গনে থানা পুলিশ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাঁধা ও সমস্যাকে জয় করে আধুনিক রাণীনগর বিনির্মাণের শপথ গ্রহণ করা হয়। রাণীনগর থানার নবাগত ওসি, অন্যান্য কর্মকর্তা ও সকল পুলিশ সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে পরিচয় ও আগামীর শান্তিময় সুন্দর রাণীনগর বিনির্মাণে একই প্লাটফর্মে সার্বিক পরামর্শ বিনিময়ের লক্ষ্যেই এমন ব্যতিক্রর্মী আয়োজন বলে জানান থানার নবাগত ওসি আব্দুল হাফিজ মো: রায়হান।

সভায় প্রধান অতিথি হিসেবে আধুনিক রাণীনগর বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। ওসির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখের উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান, ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া, রাণীনগর প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও প্রেস ক্লাব রাণীনগরের সিনিয়র সাংবাদিকসহ অন্যান্য সদস্য। এসময় থানার অন্যান্য কর্মকর্তা ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এমন ব্যতিক্রমী মতবিনিময় সভা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে এক মেলবন্ধন বলে আখ্যায়িত করেন গণমাধ্যমকর্মীরা। একটি আধুনিক, সমৃদ্ধশালী, হানাহানি, মাদক ও বাল্যবিয়ে মুক্ত উপজেলা বিনির্মাণে এই তিনটি শাখার একত্রিত হয়ে গঠনমূলক কাজ করার কোন বিকল্প নেই। বর্তমান যুগে তথ্যই হলো দ্রুত এগিয়ে যাওয়ার একমাত্র শক্তিশালী হাতিয়ার। তাই মানুষের কল্যাণে উপজেলার গঠনমূলক তথ্য যতবেশি একে অপরের সঙ্গে বিনিময় করা যাবে তত দ্রুতই সুন্দর একটি রাণীনগর উপজেলা গঠন করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

তাই সুন্দর কথা, চিন্তা ও আগামীর পজেটিভ পরিকল্পনাকে কাজে রূপান্তরের মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রক্তদহ বিল, পাখি পল্লী, পাতি শিল্পের বহর, সুজলা সুফলা রত্নগর্ভা, রাণীনগর বিনির্মাণ করার শপথ গ্রহণ করা হয়। সভা শেষে ওসির পক্ষ থেকে অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

“পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন পবি...

image

ব্রহ্মপুত্র নদে নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী রৌমারী ও রাজিবপ...

image

মুখোশ পরে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় আসা যাবে না: ডি...

নিউজ ডেস্কঃ নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছ...

image

নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবা...

image

কালীগঞ্জে বাংলা নববর্ষ নিয়ে প্রস্তুতিমূলক সভা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদ...

  • company_logo