
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী রৌমারী ও রাজিবপুর রুটে একাধিক নৌডাকাতির ঘটনায় নৌ যাত্রী ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এই ডাকাতি রোধে এবং যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে চরাঞ্চলে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলার মোহনগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় স্থানীয় জানান, সোমবার ও শুক্রবার কামারজানি হাট এবং রবিবার ও বুধবার চিলমারীর জোড়গাছ হাট। এই দিন গুলোতে পুলিশের টহল জোরদার করতে হবে। ঢুষমারা থানা ও মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ি একসঙ্গে টহল জোরদার করলে এই দিন গুলো তে ডাকাতি রোধ হবে।
সাবেক মেম্বার আমিনুল বলেন, ডাকাতি রোধে দ্রুত যান দাবি করেন তিনি। প্রয়োজনে স্প্রিট বোড অথবা ভালো একটি নৌকা দেয়া দরকার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক, অপারেশন অফিসার মো. মোজাফফর হোসেন, ওসি ডিবি বজলার রহমান, চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম, ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম, মোহনগঞ্জ পুলিশ ক্যাম্প আইসি আব্দুর রহিম।
পুলিশ জানান, বেশি সংখ্যক মানুষ একসঙে একাধিক নৌকা যোগে হাটে যেতে হবে। আর অবশ্যই সন্ধ্যার আগে নৌকা নিয়ে ফিরতে হবে। জেলা পুলিশ ইতিমধ্যে ড্রোন ক্যামেরা ব্যবহার করে নদী পথে নজরদারি শুরু করেছেন। ডাকাতি হওয়ার সম্ভাবনা মনে হলে অবশ্যই জরুরি নাম্বার এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ডাকাতি রোধে পুলিশ কাজ করে যাচ্ছেন। ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার ও সংশ্লিষ্ট থানাতে নৌকা যোগ করার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগীতা নিয়ে ডাকাতি সহ মাদক জুয়া সহ সব ধরনের অপরাধ নির্মুলে কাজ করবে পুলিশ৷
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, নদীর নাব্যতা বাড়ার সাথে সাথে চড় এলাকায় বহিরাগত নৌ ডাকাতদের তৎপর হবার সম্ভাবনা থাকায় তা প্রতিরোধের অংশ হিসেবে চড় এলাকায় সচেতনতামূলক সভায় মতবিনিময় করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ধান উৎপাদন, পাতি শিল্প, পাখি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন পবি...
নিউজ ডেস্কঃ নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবা...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদ...
মন্তব্য (০)